নীল নির্জনে : শ্রাবণী কোল্যা


 

দাঁড়িয়ে একা ঝড়ের অন্তরীপে

বিশ্বাসের জাহাজ হয়েছে ডুবি, 

সুপ্ত আশাগুলো অথই সাগর জলে

 খোঁজে কোন এক উপদ্বীপ।


কোন এক নির্জন সাগরে

 বাসনারা হয়েছে নির্বাসিত! 

লবণাক্ত স্রোতে ভাসতে ভাসতে

 আটকে গেছে বালুচরে! 


তোমার নামে কাটে অপেক্ষার প্রহর

 তুমি ছাড়া বড় একাকী এ শহর 

চেনা শব্দরা বার বার ঠোঁট ছুঁতে চায়

 তোমাকেই ফিরে পেতে চায়। 


একান্ত এই নীল নির্জনের বালুকাতটে 

তোমার নামে শব্দরা কাব্য লেখে, 

স্তব্ধ হয়ে যায় তারা

 হারিয়ে গেছে নিঃশব্দতার মিছিলে।


ক্লান্ত পরিশ্রান্ত হয়ে

 সব হারিয়ে সিন্ধু পারে বসে, 

দেখি একে একে ঊর্মিমালা এসে 

ধুয়ে নিয়ে যায় গল্পকথা তোমার নামে।

Post a Comment

Previous Post Next Post